August 15, 2025, 8:50 am
ষ্টাফ রিপোর্টারঃ
পুলিশ জনতা- জনতাই পুলিশ ,কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জেলা পুলিশ লাইন থেকে বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা, জেলা প্রশাসক এনামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা,র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মহিবুল ইসলাম খান,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ, জেলা কমিউনিটি পুলিশিং এর সহসভাপতি ডাঃ কে আর ইসলাম,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রবসহ রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা। এর আগে সকালে নগরীর কাঁচিঝুলি মোড়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবিদা সুলতানা জানান- বর্তমানে সারাদেশে মোট ৫৪ হাজার ৭১৮টি কমিটিতে ৯ লাখ ৪৭ হাজার ৭০১ জন কমিউনিটি পুলিশের সদস্য হিসেবে কাজ করছেন।
সভার সমাপনী বক্তব্যে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য সবাই মিলে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
এছাড়াও সভায় অতিঃ পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম)রায়হানুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক)মোঃ হাফিজুর রহমান,অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ জেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
উল্ল্যেখ-ময়মনসিংহ: ১৯৯৪ সালে ময়মনসিংহে হঠাৎ করে চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় সেই উদ্ভুত পরিস্থিতিতে তৎকালীন পুলিশ সুপার (এসপি) আহমাদুল হক গঠন করেন টাউন ডিফেন্স পার্টি। এটি মূলত কমিউনিটি পুলিশিংয়ের একটি অংশ। ওই সময়ই প্রথম শহরবাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য পাড়া-মহল্লায় পাহাড়াদার নিয়োগ করা হয়।
স্থানীয় জনসাধারণই তাদের টাকা দিতেন। তাদের হাতে দেওয়া হয় টর্চলাইট, বর্শা। ঠিক সে সময়ে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল হক কমিউনিটি পুলিশিং নিয়ে কাজ শুরু করেন । ময়মনসিংহ থেকে প্রাপ্ত কমিউনিটি পুলিশিংয়ের ধারণা পরবর্তীতে গোটা দেশে এমনকি বিদেশেও ছড়িয়ে দেন এ কে এম শহীদুল হক।