শার্শার গোগা সীমান্তে ৯ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আজিজুল ইসলামঃ যশোরের শার্শার গোগা গাজীপাড়া সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৫১ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বার সহ কওসার আলী নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি জোয়ানরা।

এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি হিরো গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার গোগা গাজী পাড়া এলাকার পাকারাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক কওসার আলী একই উপজেলা দাউদ খালী গ্রামের মৃত,আব্দুল করিমের ছেলে।

২১বিজিবির উপ-অধিনায়ক মেজর ফরিদ আহম্মেদ জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে,গোগা সীমান্তের গাজী পাড়া পাকা রাস্তার উপর বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলের গতিরোধ করে।পরে মোটরসাইকেল তল্লাসি চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।এবং একজনকে আটক করা হয়।

যার সিজার মূল্য ৭২ লক্ষ২০ হাজার টাকা।

আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *