সুন্দরগঞ্জে আলোচিত খলিল হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার

মোঃ আনিসুর রহমান আগুন গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অটো চালককে হত‍্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় ৭২মঘন্টার মধ‍্যে ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার ভোরে উপজেলার গংসার হাট এলাকা থেকে খুনের সাথে জড়িত শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের আফছার আলীর ছেলে রানা মিয়া(২৭) ও খামার পাচগাছি এলাকা থেকে পরাণ গ্রামের মোঃ মনজু মিয়ার ছেলে মোশাররফ হোসেন মনির(১৯)কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, চালককে হত‍্যা করে অটো ছিনতাইয়ের ঘটনার পর থেকেই পুলিশ আসামীদের ধরার জন‍্য সোচ্চার ছিল। যার কারণে পরের দিনই পুলিশ ছিনতাই হওয়া সেই অটো বাইকটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেন। এছাড়া এই ঘটনায় আরো একজন জড়িত আছে বলে জানান। পুলিশ তাকেও ধরার জন‍্য তৎপর রয়েছে।

উল্লেখ্য- গত বৃহস্পতিবার উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটাড়ি গ্রামের রাস্তার পাশের ধান ক্ষেত থেকে খলিল (৪৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *