August 14, 2025, 8:45 pm
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বুধবার ১৯ অক্টোবর দুপুরে গোপন সূত্রের খবরে পুলিশ বানারীপাড়া বন্দর বাজার থেকে মাদকদ্রব্য সহ এক যুবককে আটক করে। বানারীপাড়া থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মোঃ ওসমান গনি জানান, মাদকসেবী ও বিক্রেতা আসিকুর রহমান সৈকত ( ২৮) কে বন্দর বাজারের ফলপট্টির মোড় থেকে আটক করা হয়। এসময় সে পুলিশের এক সদস্যকে হামলা চালায়। তার কাছে পলিথিনে প্যাঁচানো বিভিন্ন রং এর ১১ টি প্লাস্টিকের কৌটায় রেক্টিফাইট স্প্রিট (আরএস) উদ্ধার করে। সৈকতের বাড়ি উপজেলার নরোত্তমপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। এ ব্যপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।#
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।।