সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুনঃ

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষে,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ,একে, এম,এ, হাবিব সরকার, এসকেএস প্রতিনিধি, ফারজানা বেগম‌, ফায়ার সার্ভিস ইনচার্জ গুলজার রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলসহ আরও অনেকে।

মহড়ায় ভূমিকম্প পূর্ব সতর্কতা, ভূমিকম্প পরবর্তী কার্য ব্যবস্থা ও অগ্নিসংযোগ কালে করনীয় সম্পর্কে, শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়।এর আগে দুর্যোগ প্রশমন দিবসের একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *