এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। আসন্ন ১৭ অক্টোবর বরিশাল জেলা ফরিষদ নির্বাচনে বরিশাল -০২(বানারীপাড়া-বরিশাল) আসনের এমপি মোঃ শাহে আলমের বিরুদ্ধে তার চাচাত ভাই ৫ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের প্রার্থী মামুনুর রহমান স্বপনের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ করেছেন। বুধবার ১২ অক্টোবর তালা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জিয়উল হক বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছন। অভিযোগে তিনি উল্লেখ করেন এমপি মোঃ শাহে আলম বানারীপাড়ার তার নিজ বাস ভবনে ভোটারদের ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার চাচাতো ভাই স্বপনের পক্ষে ভোট চাইছেন । যা নির্বাচন বিধির লংঘন। এ ব্যপারে নির্বাচন বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যপারে বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম জানান, প্রার্থী যে অভিযোগ করেছে তা সঠিক নয়। ঠাহা মিথ্যা। আমার মা অসুস্থ তাই আমি বাসা আছি। ভোট চাওয়ার কোন বিষয় নেই।#
এস মিজানুল ইসলাম।।

Leave a Reply