চিরনিদ্রায় শায়িত শেখ এ্যানী রহমান – আওয়ামী লীগে শোক

শেখ এ্যানী রহমানের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রাণবন্ত সংসদ সদস্য ছিলেন শেখ এ্যানী রহমান। দেশ,জনগণ ও নিজ সংসদীয় এলাকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নারী সংসদ সদস্য ছিলেন তিনি। শেখ এ্যানী রহমানের মৃত্যুতে আওয়ামী লীগ গভীর শোকাহত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে বনানী কবরস্থানে সদ্যপ্রয়াত সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের দাফন সম্পন্ন হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

এর পুর্বে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের নামাজে জানাজা বৃহস্পতিবার বনানী কবরস্থান মসজিদে বাদ আসর সম্পন্ন হয়।

জানাজা শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

শ্রদ্ধা জানান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়ররা। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সদ্য প্রয়াত শেখ এ্যানী রহমান পিরোজপুর থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গত মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *