May 13, 2025, 2:23 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকা ইউনুস সরদার(২৮),মাসুদ রানা(২২)ও জিলাল সরদার নামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটারগান ও একটি ১২(বার) বোরের শর্টগানের গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা স্থানীয় মিরপুর এলাকার বাসিন্দা। আমিনপুর থানার ওসি মো.রওশন আলী জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢালারচর ইউনিয়নের মিরপুর বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী(সর্বহারা) দলের সক্রিয় ৩ সদস্যকে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।