গৌরীপুরে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা খালেদুজ্জামানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা খালেদুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৭ অক্টোবর/২০২২) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় ভার্চ্যুয়াল সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের কর্মকাণ্ডে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা খালেদুজ্জামানের অবদান তুলে ধরে
বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, আলী আহাম্মদ খান পাঠান সেলভী, রাবেয়া ইসলাম ডলি, আব্দুল আউয়াল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, মইলাকান্দার সাধারণ সম্পাদক সুশান্ত রায়, গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুকুনুজ্জান প্ললব, অচিন্তপুরের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহার সভাপতি সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, সহনাটির সভাপতি রুহিদাস আচার্য্য, বোকাইনগরের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুরের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ডৌহাখলার সভাপতি কাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল হক সরকার, ভাংনামারীর সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকিত হাসনাত দুলন, সিধলার সাধারণ সম্পাদক শাহজাহান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *