May 13, 2025, 9:23 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে বিনামূল্যে ৫০৮ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজ এবং শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৩৯ টি পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এসব বিতরণ করা হয়।
এ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলায় খরিপ-২ মৌসুমে মাসকালাই ২২৮ জন কৃষকের মাঝে, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ২৮০ কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিজন একবিঘা জমির জন্য মাসকালাই বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি বিতরণ করা হয়েছে।
গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ প্রতিজন এক বিঘার জমির জন্য বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, বালাইনাশক ১ প্যাকেট, নাইলন সুতলি ৪ কেজি পলিথিন ১৫০ বর্গমিটার এবং নগদ অর্থ সেচ, জমি প্রস্তুত বাবদ ২ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়েছে। অপরদিকে দূর্গপূজা উপলক্ষে উপজেলার ৩৯টি মন্ডপের অধিনে সভাপতির হাতে ১০ হাজার টাকা করে আর্থিক প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস সুফিয়া খাতুন মিলি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৃষি অফিসার শারমিন সুলতানা, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তর প্রধানগণ বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধিজন।
মোঃ হায়দার আলী,
রাজশাহী।