সিংড়ায় গণসংযোগে ব্যস্ত পৌর আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ডালিম আহমেদ ডন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আগামী ১ অক্টোবর নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আসন্ন পৌর আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী ডালিম আহমেদ ডন।
ডালিম আহমেদ ডন এক সপ্তাহ আগে প্রায় তিন শতাধিক মটর সাইকেল শোডাউন দিয়ে প্রচারণা শুরু করেন। এর পর থেকে প্রতিদিনই সকাল সন্ধায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে দেখা করে দোয়া ও সমর্থনে গণসংযোগ করছেন তিনি। গুরুত্বপুর্ণ বাজারের ব্যবসায়ীরকদের সাথে করছেন সালাম ও কুশল বিনিময়। এছাড়া পৌর শহরের আনাচে কানাচে শোভা পাচ্ছে সভাপতি প্রার্থী ডালিম আহমেদ ডন এর দোয়া কামনা সম্বলিত টানানো পোষ্টার।
ডালিম আহমেদ ডন বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে দলের জন্য কাজ করে আসছি। পৌর আওয়ামীলীগে দায়িত্ব পেলে নিষ্ঠার সাথে কাজ করবো ইনশা আল্লাহ।

মোঃ এমরান আলী রানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *