বানারীপাড়ায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডে’র মিজানুর রহমান নামের মালিকের চারতলা ভবনের তিনতলার ভাড়াটিয়া সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ও এক প্রবাসীর বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ পরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের তালা ভেঙে ভিতরে ঢুকে স্টিলের আলমারি ও আসবাবপত্র ভেঙে এসময় ৮০/৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহিদ হোসেন। এছাড়াও একই ভবনের পাশ্ববর্তী ফ্লাটের প্রবাসীর স্ত্রী ফারজানা সকাল ১০ টার দিকে জরুরী প্রয়োজনে বাসা থেকে বের হয়ে বেলা দুইটার দিকে বাসায় ফিরে দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে ভিতরে ঢুকে দেখেন স্টিলের আলমারি ও আসবাবপত্র খোলা এবং ছড়ানো ছিটানো। এসময়ে বাসা থেকে ৫/৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে তিনি জানান।

আব্দুল আউয়াল
বানারীপাড়া বরিশাল প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *