September 18, 2025, 2:11 pm
(রিপন ওঝা, মহালছড়ি)
খাগড়াছড়ির মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল-এ আজ ২৪সেপ্টেম্বর রোজ শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
সেই সাথে অভিভাবক সমাবেশ ও প্রীতিভোজ এবং কুচকাওয়াজসহ ক্রীড়ানুষ্ঠান প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ক্রীড়ায় অংশগ্রহণকরী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ হতে পাঠ ও জাতীয় সঙ্গীতের আয়োজনের কার্যক্রম শুরু করা হয়।
স্কুল কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীগণ মনোমুগ্ধকর গান, নৃত্য ও আবৃত্তি সহ কুচকাওয়াজ উপস্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি ও সহকারী শিক্ষক/শিক্ষিকাগণ।