December 26, 2024, 10:07 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার ও চলাচলের একমাত্র পথে মুক্তি যোদ্ধা জাদুঘর এর সামনে অসমাপ্ত রাস্তার কাজের বেরিয়ে থাকা রড এর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) সরোজিনে গিয়ে দেখা যায় অসমাপ্ত রাস্তার কাজের স্থানটির শেষ মাথায় রাস্তার সাথে লাগানো রডগুলো এলোমেলো অবস্থায় রয়েছে।যার ফলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ছে জনসাধারণ। আর তাছাড়া এই রোড দিয়ে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে স্কুলগামী শিক্ষার্থী ও জনসাধারণ আসা যাওয়া করে।
মোঃজাহেদ হোসেন নামের এক পথচারী বলেন,হাসপাতাল যাওয়ার পথে এই রাস্তায় রড বেরিয়ে থাকার কারণে আমি মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকবার পড়ে গেছি এবং আহত হয়েছি।এই দুর্ঘটনা কবল স্থানটি থেকে দ্রুত রডগুলো কেটে অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ঠিক করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
পানছড়ি উপজেলার বিআরডিবির চেয়ারম্যান রায়হান আহম্মেদ বলেন: রাস্তাটি থেকে রডগুলো সরিয়ে না নেওয়া হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।বিষয়টিকে গুরুত্বসহকারে সুদৃষ্টি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সরকার প্রকৌশলীর নিকট অনুরোধ জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডির) পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন:আমাকে এই বিষয়েও আগে কখনো কেউ কিছু বলেনি।তারপরও আগামীকাল দেখে তারপর ব্যবস্থা নেব।