জেলা পরিষদ নির্বাচনে স্বাধীন হালদার মনোনয়ন জমা

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বাধীন হালদার ।সে এবারের জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া কম বয়সী প্রার্থী।

আজ বহস্পতিবার (১৫ সেপ্টম্বর) বিকেল ৪ টা পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে এমনোনয়ন জমা নেয়া হয়। বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন আটঘর কুড়িয়ানার স্বাধীন হালদার। এই উদীয়মান তরুন শিক্ষানুরাগী সমাজ সেবক মনোনয়ন জমা দেয়ার সময় তার সাথে ছিলেন এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, সাধারণ সদস্য পদে (পুরুষ) ৩৪ জন এবং সংরক্ষিত (নারী) সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং স্বরূপকাঠি জেলায় মোট ভোটার সংখ্যা ১৪৬ জন, যার মধ্যে পুরুষ ১১২জন আর নারী ভোটার রয়েছেন ৩৪ জন। এ তথ্য নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শানীন শরীফ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *