হাতীবান্ধায় অটো ও গাঁজাসহ গ্রেফতার এক

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাটের হাতীবান্ধা থানার বিশেষ অভিযান চালিয়ে টংভাঙ্গা ইউপির পশ্চিম বেজগ্রাম ৫ নং ওয়ার্ড এর মৌজাস্থ হতে অটো ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন হাতীবান্ধ থানার পুলিশ।

লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম, এর নেতৃত্বে এসআই/ শ্রী কমল কৃষ্ণ রায়, এএসআই/মোঃ আমজাদ হোসেন, এএসআই/মোঃ রফিকুল ইসলাম,ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন মধ্য গড্ডিমারী মৌজার খানের বাজার হতে অনুমান ৫০০/৬০০ গজ পুর্ব দিকে ব্রীজের উপর অভিযান চালিয়ে ৫(পাঁচ)কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি অটো চার্জার রিক্সাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ সিরাজুল ইসলাম (২৩), পিতা-নুর মোহাম্মদ, সাং-পশ্চিম বেজগ্রাম ৭নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয় -মামলা নং-১৭, ধারা – ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।

লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে টংভাঙ্গা ইউপির পশ্চিম বেজগ্রাম ৫ নং ওয়ার্ড এর মৌজাস্থ হতে অটো ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন হাতীবান্ধ থানার পুলিশ।

হাসমত উল্ল্যাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *