পটিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ চিহ্নিত মাদক ব্যবসায়ী,কিশোর গ্যাং লিডার ডালিম গং কতৃক পরিকল্পিত হামলার প্রতিবাদে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মাজার গেইটে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নুর মোহাম্মদ মেম্বারের সভাপতিত্বে
এতে বক্তব্য রাখেন, সাবেক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি,
জাহাঙ্গীর সওদাগর,নুর মোহাম্মদ সওদাওর, আলমগীর বাদশা,
হাসেম মেম্বার, আবদুস সবুর,আবুল বশর, আবু তাহের, ইয়াকুব আলী,লোকমান হোসেন বাপ্পা সহ শতশত ভুক্তভোগী মানুষ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাদক বিক্রি সেবন বন্ধ করতে হবে, সমাজের প্রতিটি নাগরিককে এব্যাপারে সজাগ দৃষ্টি রাথতে হবে। মাদকের মতো আরেকটি ভয়ংকর ব্যাধী হলো কিশোর অপরাধ। পারিবারিক নৈতিক শিক্ষার অভাবে কিশোররা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, তাদেরকে সুপথে ফেরাতে হলে সবার আগে মা বাবা তথা পরিবারকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি স্কুল কলেজ মাদরাসার শিক্ষক মন্ডলীসহ সবাইকে কিশোর শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষার প্রতি ধাবিত করে অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে সুপরামর্শ দিতে হবে।
সমাজের প্রতিটি নাগরিক নিজের অবস্থান থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে একহয়ে কাজ করলে সামাজিক নিরাপত্তা সুরক্ষিত থাকবে,

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *