তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজারবাগ দরবার শরীফ কর্তৃক আয়োজিত ১২ই রবীউল আউওয়াল শরীফের ৯০দিনব্যাপী মাহফিলের প্রচার-প্রচারণা এবং ১২ই রবীউল আউওয়াল শরীফের সম্মানার্থে প্রতি আরবি মাসের ন্যায় সফর মাসের ১২ তারিখ মীলাদ ও দোয়া পালিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে ও নিজবাড়ী বাসামোড়ে রাজারবাগ দরবার শরীফের মুরিদগণসহ বহিরাগতরা একত্রিত হয়ে এই প্রচার-প্রচারণা এবং মীলাদ ও দোয়ার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন- রাজারবাগ দরবার শরীফের তেঁতুলিয়া উপজেলার মুরিদ মুহম্মদ মোফাজ্জল হুসাইন, মুহম্মদ রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম (রফিক), নুর আলম, শরিফুল ইসলাম(শরিফ), আমানুল্লাহ, আব্দুল্লাহসহ বহিরাগত আরো অনেকেই।
তেঁতুলিয়ায় রাজারবাগ দরবার শরীফের ৯০দিনব্যাপী মাহফিলের প্রচার-প্রচারণা ও মীলাদ শরীফ পালিত

Leave a Reply