পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের আর্থিক জরিমানা

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীকে চাল ওজনে কম দেয়ায় ১জন ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০০ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোয় এবং সরকারি নির্দেশনা অমান্য করায় আরও ৬জন ব্যক্তিকে ৬টি মামলায় ৩৯৫০ টাকাসহ মোট ৮৯৫০ টাকা আর্থিক জরিমানা করেন পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর ) দুপুর ১২.৩০ টার সময় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই জরিমানা করা হয়।

এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ বলেনঃসকলকে সরকারি নির্দেশনা মেনে ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে যানবাহন চালাতে হবে।আর না হলে জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *