July 27, 2025, 11:58 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ বরগুনার তালতলীতে পায়রা নদীতে বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙ্গাশ মাছ, ৯ হাজার টাকায় বিক্রি ঝালকাঠিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে—গোলাম আজম সৈকত ছিলেন কে-ন্দ্রবিন্দুতে জুলাই অ-ভ্যুত্থান স্কাউটদের অবদান, বিশ্ব স্কাউটসের জন্য বিশেষ গৌরবের: সাঈদ মোহাম্মদ ইব্রাহিম মোরেলগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জামায়াতের কর্মশালা মোরেলগঞ্জে বিএনপির কাউন্সিলকে ঘিরে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের ভোট দেওয়ার আহবান সান্টু সরদার’কে নিয়ে প্রো-পাগান্ডা ছড়িয়ে সংবাদ প্রচার- বানারীপাড়া বিএনপির ক্ষো-ভ ও প্র-তিবাদ পাবনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘ-র্ষে নিহ-ত ১ ও আহ-ত ৪ বানারীপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -১৬

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -১৬

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এরই এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গিনারপাড় রমেশ সেন রোডস্থ পতিতাপাল্লীর ভিতর ঠাকুরবাড়ী লিটনের ভাড়াটিয়া বিলকিছ এর ঘরের সামনে হইতে মাদক মামলার আসামী ১। মোছাঃ পারভিন (৫০), পিতা-মৃত রফিকুল ইসলাম, স্বামী-মৃত আঃ বারেক সাং-চর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট, এ/পি-রমেশ সেন রোড, পতিতা পল্লী, ২। মোছাঃ বিলকিছ আক্তার (৩০), পিতা- লোকমান হোসেন, স্বামী-মিলন, সাং-রমেশ সেন রোড, পতিতা পল্লী (৫নং বাড়ী), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে মোট ২৪ (চব্বিশ) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন উজান ঘাঘরা সাকিনস্থ দাপুনিয়া বাজার সারিয়া ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোঃ নাজিরুল ইসলাম ওরফে জনি (২৬), পিতা-মৃতঃ ওমেদ আলী সাং-গুষ্টা দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১১ (এগার) গ্রাম কথিত হেরোইন, যার আনুমানিক মূল্য ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী (নদীর পাড়) রেলওয়ে স্টাফ কোয়ার্টার ০১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোছাঃ রেনু বেগম (৩৫), স্বামী-মৃত এরশাদ আলী, পিতা- মৃত আঃ খালেক, মাতা- আমেদা বেগম, সাং- ভৈরবপুর (গার্লস স্কুল সংলগ্ন), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১। ৩৭৫ (তিনশত পচাত্তর) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য হালকা ভেজা কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতি পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ (শূন্য দশমিক এক) গ্রাম করে সর্ব মোট ওজন ৩৭.৫ (সাইত্রিশ দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ১,১২,৫০০/-(এক লক্ষ বারো হাজার পাঁচশত ) টাকা, ২। বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের মোট ১৭০০/- (এক হাজার সাতশত) টাকা, ৩। ০১টি কালো রংয়ের NOKIA বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) তানভীর সিদ্দীকী এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। আমিন(৪০), পিতা-নুরুল ইসলাম ওরফে কেসু, মাতা-সালমা বেগম ওরফে ঢুলি, ২। মোঃ রিপন ওরফে চেপা (২৮), পিতা-জালাল উদ্দিন ওরফে জালাল, উভয় সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কেওয়াটখালী ময়নার মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১।রাসেল মিয়া (২৪), পিতামৃতঃ নুরুল ইসলাম ওরফে নুরা পাগলা, সাং-কেওয়াটখালী ময়নার মোড় (আসল বাড়ী কবরস্থানের পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দিঘারকান্দা পাইপাস এলাকা হইতে চুরি মামলার আসামী শ্রী কার্তিক চন্দ্র দাস ওরফে আবির(২৩), পিতা-নারায়ন চন্দ্র দাস, মাতা-দীপালী রানী দাশ, সাং-কুশমাইল, টেকিপাড়া, মাঝিবাড়ী, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও এসআই(নিঃ) কামাল হোসেন, মেহেদী হাসান, মানিকুল ইসলাম এবং এএসআই(নিঃ) জহিরুল ইসলাম, মাসুম রানা, রফিকুল ইসলাম প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি জিআর গ্রেফতার পরোয়ানা এবং ০৩টি সিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।

এসআই দেবাশীষ সাহা-৩২নং ফাড়ি ০১টি জিআর সাজা বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন। ১। মোঃ আবুল হাসেম (তোতা), পিতামৃতঃ আরব আলী, সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন। ১। মোঃ আলমগীর হোসেন, পিতা-আঃ মোতালেব, সাং-সানকিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। হৃদয়(২২), পিতা-আঃ মজিদ, সাং-পাটগুদাম রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৩। মোঃ সুজন মিয়া, পিতামৃতঃ আঃ সাত্তার, সাং-জয়বাংলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৪। মোঃ লিটন মিয়া(৫০), পিতামৃতঃ মিয়াজ উদ্দিন, সাং-খাগডহর মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩ জন। ১। মোঃ লালু মিয়া, পিতামৃতঃ মনিবুদ্দিন (মনিয়া সর্দার), সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
২। মোঃ আলিম (৩৯), পিতা-মোঃ সেলিম, বর্তমান সাং-আর কে মিশন রোড, জনাব হুমায়ুনের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কর্মস্থল ঠিকানা- ইস্কট সেফুন, সানকিপাড়া শেষ মোড়, বড় মসজিদ সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD