পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো বৃদ্ধের

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেলো বাইসাইকেল চালক আব্দুল হাকিম(৭০) নামে এক বৃদ্ধের। সে উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত্যু মাদার গাজীর ছেলে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালা কপোতাক্ষ ব্রিজ সড়কের তাজউদ্দীন বাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ লাশের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলকলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের ছেলে শাহিনুর গাজী জানান, আমার পিতা সকালে বিক্রি করা পাট ওজন করে দেয়ার জন্য বাইসাইকেলে রোবার সকাল ৯ টার দিকে বোয়ালিয়ার মোড়ে যাচ্ছিলো। এমন সময় একই এলাকার কোনা গাজীর ছেলে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে পিচন দিক থেকে ধাক্কা দেয়। তখন বাইসাইকেল সহ পড়ে মাথা ফেটে কান মুখ দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। পাইকহাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু বলেন,মোটরসাইকেল দুর্ঘটনার রুগীটি হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *