January 14, 2025, 2:39 am
মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় আকর্ষিক বজ্রপাতে শুভজিৎ সরকার ভোলা(১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সে ঐ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে ভাতশালা গ্রামের মৃত রাজ কুমার সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুরে মাঠে ফুটবল খেলছিল। দুপুর আড়াই টার দিকে হঠাৎ আকর্ষিক বজ্রপাতে রাজু সরকার ও জয়দাশ নামের ২ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে রাজু সরকারকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে জয়দাশের অবস্থা আশংঙ্কা রয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা পারভীন জানান, ছাত্ররা বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এমন সময় বজ্রপাতে ২ শিক্ষার্থী আহত হয়। আমরা তাদের হাসপাতালে আনতে ডাক্তার একজনকে মৃত ঘোষনা করে। অপরজনের চিকিৎসা চলছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ঘটনা শুনে হাসপালে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছি। নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হবে না। সেই সাথে প্রধান শিক্ষককে হাসপাতালে উপস্থিত থেকে আহত শিক্ষার্থীর সার্বিক বিষয়ে দেখভাল করার নির্দেশ দিয়েছি।