বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বানারীপাড়া ছাএলীগের প্রতিবাদ ও বিক্ষোভ

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় বিএনপি জামায়াত জোটের অব্যাহত মিথ্যা প্রোপাগান্ডা জ্বালাও পোড়াও সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখে উপস্থিত হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কের অলিগলিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিথুন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, মাহাতাব ইসলাম মহসিন, সাগর আহমেদ সাজু। পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমীন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী এছাড়াও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি , সুমন সিদ্দিকী, মোঃ মনির হোসেন, মোঃ জামাল হোসেনসহ বানারীপাড়া উপজেলা ইউনিয়ন ও পৌর শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় ছাত্রলীগের নেতারা বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ অতীতেও সোচ্চার ছিল এখনও থাকবে। এছাড়াও আরো বলেন দেশের যে কোন অবস্থায় আমরা ছাত্রলীগ আছি এবং রাজপথে থাকব ইনশাআল্লাহ।

আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *