January 2, 2025, 11:48 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বুধবার(৩১আগস্ট) রাতে পঞ্চগড় জেলা শহরের কাঁচা বাজারের ফরিদুল ইসলাম ফরিদের পানের দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল পঞ্চগড় পৌর এলাকার রামের ডাঙ্গা গ্রামের ফরিদুল ইসলাম ফরিদ (৩৫), সাব্বির (২০), ইসলামবাগ গ্রামের রিপন (৪০), আশরাফ আলী (৩৬), কামাতপাড়া গ্রামের আনছারুল (৪০), মসজিদ পাড়া গ্রামের হারুন অর রশিদ (৩২), রাজনগর নতুন বস্তি গ্রামের আনছারুল (৩২), মীরগড় মধ্যপাড়া গ্রামের শিমুল (২৭), ঢাকাইয়াপট্টির জয়নাল (৪০) ও রাজনগর নতুন বস্তি গ্রামের কামাল হোসেন (৪৭)। এসময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও নগদ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়। বৃহস্পতিবার(১সেপ্টেম্বর) পঞ্চগড় সদর থানার এসআই আলতাফ হোসেন সরকার বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে তাদের আদালতে নেয়া হলে আদালত সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।