January 15, 2025, 3:10 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেছেন, জেলার সাড়ে ১২ লাখ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে পুলিশ। জনগণের সমস্যা সমাধানে এক হয়ে কাজ করবে পুলিশ। আমি জয়পুরহাটের সাধারন মানুষের জানমালের নিরাপত্তার বিধান ও আইনের শাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে জয়পুরহাটে এসেছি।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কে জয়পুরহাট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।
সকলের কাছে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, কিডনি চক্র, মাদক, ইভটিজিং, ধর্ষণ, চুরি রোধে তিনি সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। সাংবাদিকরাও পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান, ডিআই-১ কাউসার রহমান, ওসি (ডিবি) শাহেদ আল মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসকাবের সভাপতি ও সম্মাদক জয়পুরহাটের খবর এস এম সোলাইমান, সাংবাদিক শেখর মজুমদার, রেজাউল করিম রেজা,গোলাম হোসেন, জাহাঙ্গীর আলম খাঁ, পিন্টু, মশিউর রহমান খাঁ, মিলন রায়হান, মাহফুজ, সুলতান মাহমুদ, রনি আকন্দ, আঃ রাজ্জাক, এস এম মিলন, প্রেসকাবের প্রিন্টস্ ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।