January 3, 2025, 3:08 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন এর দুর্গম পোমাং পাড়া এলাকায় Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সোমবার (২২ আগষ্ট) বেলা ১২টার সময় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস ( এসআইডি- সিএইচটি), ইউএনডিপি এর সহযোগিতায় ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ( ইউএসএআইডি) এর অর্থায়নে বাস্তবায়ন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
তাইন্দং ইউনিয়ন এর দুর্গম পোমাং পাড়া এলাকায় কার্বারী টিকা ভূষণ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন SID-CHT ইউএনডিপি এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সুপ্রদীপ চাকমা,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SID-CHT ইউএনডিপি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা, ডিষ্ট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার উসিংমং চৌধুরী,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,মোঃসেলিম উদ্দিন,CHT- WCA প্রকল্পের জেলা কর্মকর্তা নাজিম উদ্দীন ফরায়েজি,তাইন্দং ইউনিয়ন এর ইউপি চেয়ারম্যান পিয়ার আলী মজুমদার, ,হ্যাডম্যান প্রভাত কান্তি রোয়াজাসহ ইউএনডিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনডিপির প্রশংসা করেন অতিথিবৃন্দ।।