ক্ষেতলালে কিটনাশক দোকানে সিঁদ কেটে ১০লক্ষাধিক টাকার মালামাল চুরি

এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে কিটনাশক
দোকানে সিদ কেটে ১০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ১ লক্ষ টাকা
চুরির করেছে দূবৃত্তরা। শনিবার দিবাগত রাতে কোন এক সময় পৌর
এলাকার ইটাখোলা হাইস্কুল মাকের্টের মেসার্স আলিফ ট্রেডার্র্স
নামের কিটনাশকের দোকানে উল্লেখিত পরিমান মালামাল ও নগদ টাকা
চুরির ঘটনা ঘটে।
আলিফ ট্রেডার্সের স্বত্তাধিকারী ওসমানুজ্জামান বলেন, ইটাখোলা
হাইস্কুলের নৈশ্য প্রহরী তোফাজ্জল হোসেন ওই দিন সকালে মোবাইল
ফোনে জানান স্কুলে পরিত্যাক্ত ভবনের রুমের ভিতর থেকে আপনার দোকানে
দেয়ালে সিদ কেটেছে চোরেরা। খবর পেয়ে দোকান খুলে দেখি পূর্ব
দিকের দেয়ালে সিদ কেটে সিনজেন্টা এবং অন্যান্য কোম্পানির
কিটনাশক ও নগদ টাকাসহ প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এবষিয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী বলেন,
বাজারে নৈশ্য প্রহরী থাকা অবস্থায় এমন চুরির ঘটনা দূঃখ্যজনক। চুরির
মালামাল উদ্ধারের চেষ্টা চলছে, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের
আওতায় আনা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *