আগৈলঝাড়ার গৈলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামাতের মদদে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশ ব্যাপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা গৈলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে গৈলা দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা সবুজ আকনের সঞ্চালনায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, গৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু,বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, যুবলীগসাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *