January 15, 2025, 12:57 pm
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —
গতকাল শুক্রবার বিকেলে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরোই আগস্টের শহিদদের স্মরণে নিবেদিত ছিল।
টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২২৪৮ তম এই সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি রানা মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে পঠিত লেখার ওপর তাৎক্ষণিক আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদ সাহেদুল ইসলাম।
আসরে জাতীয় শোক দিবস স্মরণে কবিতা ও ছড়া পাঠ করেন কবি বাদল রহমান, তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা, দেলোয়ার হোসেন রংপুরী, মাসুদ বশীর, মতিয়ার রহমান, জাহিদ হোসেন, সাকিল মাসুদ, নাসরিন নাজ, শাহীল লিয়ন, অঞ্জলি রানী, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ,শরীফ সুমন, শাহনেওয়াজ, প্রীতম রায়, ময়নুল ইসলাম, আনোয়ার হোসেন শিশির, শাহ রেজাউল করিম প্রমুখ।
আসরটি সঞ্চালনা করেন রায়হান আহম্মেদ রিমন। আসরে জাতির জনকের উপর রানা মাসুদ ও সাঈদ সাহেদুল ইসলাম দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেদিন সকাল দশটায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে (জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু চত্বর) অভিযাত্রিকের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং পরে অভিযাত্রিক কার্যালয়ে দিবসটি স্মরণে বিশেষ সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।