পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মশাবাহিত রোগ প্রতিরোধে বিনামূল্যে মশারি বিতরণ

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

ম্যালেরিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রার্দুভাব থেকে রক্ষার জন্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে।

শনিবার(১৩ আগষ্ট ) সকাল ৯টার সময় খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোনের সদর ক্যাম্পে এই মশারি বিতরণ করা হয়।

পানছড়ি সাবজোনের সাবজোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ এ মশারি বিতরণ করেন। এ সময় তিনি পানছড়ি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার অসহায় গরীব পাহাড়ি,বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের ১০০ জন পরিবারের মাঝে একটি করে উন্নতমানের মশারি বিতরণ করা হয়।মশারি বিতরণ কালে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ আলী, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

এসময় সাবজোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ বলেন,পাহাড়ে মশা বাহিতরোগ ম্যালেরিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রয়েছে।ম্যালেরিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রার্দুভাব থেকে রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে পানছড়িতে বিনামূল্যে মশারি বিতরণ করা হয় আজ।

তিনি আরও বলেন,জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী মানবসেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *