January 15, 2025, 1:39 pm
মংচিন থান পটুয়াখালী থেকে।।
পটুয়াখালী ও বরগুনা জেলার
অবস্থিত বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী “ত্রাণ ও কল্যাণ তহবিল” হইতে প্রাপ্ত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। ১১আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০টা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেন। ট্রাস্টের ভাইস – চেয়ারম্যান মি:সুপ্ত ভূষণ বড়ুয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান,ট্রাস্টি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মিসেস ববিতা বড়ুয়া,ট্রাস্টি মি: জ্যোতিষ সিংহ,সাবেক ট্রাস্টি মি: খেমংলা তালুকদার, ট্রাস্টের সচিব মি: জয় দত্ত বড়ুয়া,সমাজ সেবক মি:অরুন কুমার বড়ুয়া,রাখাইন নেত্রী নিউ নিউ খেইন,পটুয়াখালী বৌদ্ধ বিহারের সভাপতি মি:মংখেহাং,কুয়াকাটা নয়া পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি মি:চিনমংসে, তালতলী কবিরাজ পাড়া শীলসূখ বৌদ্ধ বিহারের সভাপতি মি:জোলেন,মনুখেপাড়া ধর্ম সুখ বৌদ্ধ বিহারের সভাপতি মি:মংচিন থান,সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের সহ -সভাপতি মি:মংথান ও জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মি:তেমংথে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে পটুয়াখালী জেলার ১৪ টি বৌদ্ধ বিহারের ৫,৬০,০০০ হাজার টাকা এবং বরগুনা জেলার ১,৮০,০০০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।#