বীরগঞ্জের শশুরবাড়ীতে মিশরের তরুনী গৃহবধু ২ সন্তান নিয়ে সুখেই আছেন

দিনাজপুর প্রতিনিধি – সুদূর মিশরের কন্যা ভাষা-সংস্কৃতির ভেদাভেদ ভুলে বাংলাদেশীকে ঘোরয়া পরিবেশে পারিবারিক ভাবে ৪ বছর পূর্বে বিয়ে করে ঈদ উল আজাহা পালনের লক্ষে ১০ জুলাই ২ সন্তান নিয়ে ২ মাসের ছুটিতে প্রথমবারের মত শশুরবাড়ী বেড়াতে এসেছেন নুরহান (২২) নামে এক মিশরীয় তরুণী গৃহবধু।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে শমসের ২০০৮ সালে কাজের উদ্দ্যেশে মিশরের কায়রো’র গ্রীজা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন। পরে ২০১৮ সালে একটি গার্মেন্সে কাজকরার শুবাধে কায়েরোর মানসাইয়া এলাকার আলী জাকীর কন্যা নুরহান (২২) এর পরিচয় হয় এবং ২ মাস হতে না হতেই তারা পারিবারিক ভাবে ঘোরয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

শমসের জানায় পিরামিডের দেশ মিশরের কায়রো শহরে নিজস্ব গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং ১৮ সেপ্টেম্বর তারা আবার স্ব পরিবারে।

ইতিমধ্যে শমসের ও নুরহান এর কোল জুড়ে একটি মেয়ে এবং একটি ছেলে এসেছে। বড় মেয়ের বয়স ৩ বছর। নাম রাখা হয়েছে রুকাইয়া এবং ছেলে মোঃ ইয়াসিন ১১ মাস বয়সী।

ভিনদেশি বধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে শমসের এর পরিবারের মাঝে। পাশাপাশি বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকার মানুষের পদচারনায় মুখরিত শমসেরের বাড়ির আঙ্গিনা।
ভিনদেশীদের ভালোবাসার টানে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আসার ঘটনা অহরহ ঘটলেও ভিনদেশী ছেলেকে বিয়ে করে নিজ দেশ ছেড়ে একটি অপরিচিত দেশে ঘর সংসার গড়ে তোলার ঘটনা বিরল। কিন্তু শমসের কে বিয়ে করে নুরহান এখন পুরাদস্তুর এক বাংগালী বধু। স্বামী শমসের সাথে গ্রামে বসবাস শুরু করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *