January 3, 2025, 4:30 am
নাসির উদ্দিন।।
বাবুগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতি পক্ষ প্রবাশির স্ত্রী উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।।
ঘটনাটি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজান কাঠি গ্রামের প্রবাসী শাহিন মোল্লার স্ত্রী মায়া বেগমের বেলায়।
প্রবাসির পুত্র মামলার বাদী তৌকির জানায় আমার একই বাড়িতে বসাবসরত আমার আপন চাচা নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে আমাদের জমিজমা জোর পূর্বক ভোগদখল করে আসছে।
চাচা নজরুলের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার মাকে নিয়ে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার শিকারপুর বাসা ভারা করে দীর্ঘদিন যাবত বসাবাস করে আসছি।
কিন্তু গতকাল বৃহস্পতিবার ৪ জুলাই আমার মা মায়া বেগম আমার বাবার বারি রমজানকাঠিতে গিয়ে আমাদের নারিকেল গাছের নারিকেল পারায় বাধাঁ সৃস্টি করেন চাচা নজরুল গং রা।
এবং অকথ্য ভাষায় মাকে গালমন্দ করে। প্রতিপক্ষ আমার চাচা নজরুল মোল্লা ৪৩, লালু মোল্লা র পুত্র মজনু মোল্লা ৬২ খলিল মোল্লা ৫৩ খলিল মোল্লার পুত্র আরিফ রহমান মিজান ৩২ নারিকেল পারাকে কেন্দ্র করে গতকাল বিকাল ৫ টায় আমার মা মায়া বেগমকে লাঠি সোটা ও কিল ঘুসি দিয়ে মেরে রক্তাক্ত যখম করে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় প্রতিপক্ষ হামলা কারিরা।
স্হানীয়রা আমার মা মায়া বেগমকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ হামলাকারিদের প্রশাসনের সর্বমহলে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।