ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শক্রবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো মহেশপুর শহরের পশু হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীম (১৪) ও রহমত আলীর ছেলে সাব্বির হোসেন (৯) সম্পর্কে তারা চাচাতো ভাই।
মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুস সোবহান জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের কপোতাক্ষ নদে গোসল করতে যায় ওই দুই শিশু। সেসময় অন্যদের সঙ্গে নৌকায় ঘুরছিল তারা। এক পর্যায়ে নৌকা উল্টে গেলে অন্যরা তীরে উঠলেও জীম ও সাব্বির নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। পরে আছর বাদ নামাজে জানাযা শেষে মহেশপুর ময়দানের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। এমন ঘটনায় মহেশপুর শহরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বইছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *