মোংলায় ৫২ পিস ইয়াবা সহ রাজা আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দিগরাজ শিল্প এলাকার মৎস্য উন্নয়ন করপোরেশন রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী রাজা মিয়াকে (৪২) আটক করে এএসআই জ্যোতির্ময় ফৌজদার ও এএসআই জসিম উদ্দিন। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। রাজা মিয়া বাগেহাটের ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার নন্দিয়া গ্রামের বজলু মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রাজা মিয়াকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *