January 3, 2025, 2:02 am
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
৪ আগষ্ট বৃহস্পতিবার বরিশালের বানারীপাড়া উপজেলার শেরে বাংলার পিতৃভূমি চাখারে অবস্থিত চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির ৫ জন অভিভাবক সদস্য ১ জন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি সদস্যের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় সৈয়দ মজিবুল ইসলাম টুকু সভাপতি হিসেবে নির্বাচিত হয়। এ ম্যানেজিং কমিটি নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার জয়শ্রী কর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজিম সহ স্কুলের অন্যান্য শিক্ষক বৃন্দ। চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে ২ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি মানুষ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।