December 26, 2024, 5:29 pm
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মাসুদ আলম চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন ঐতিহ্যবাহী বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তারা নবাগত ওসির সঙ্গে বানারীপাড়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় করেন। নবাগত ওসিও এ বিষয়ে স্পোর্টিং ক্লাবের সহযোগিতা কামনা করেন। সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় ওসির অফিস কক্ষে স্পোর্টিং ক্লাবের সভাপতি ক্রীড়া সংগঠক রুহুল আমিন শুভর সভাপতিত্বে এ মতবিনিময়সভায় নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, স্পোর্টিং ক্লাবের সহসভাপতি সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক শিক্ষকনেতা জাহিদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লাইস্ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও হাসান আহম্মেদ সোহাগ (ট্যুরিস্ট), ক্রীড়া সম্পাদক আবু জাফর, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মশিউর রহমান বাদল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাসানাত হোসেন, সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।