সুজানগরের গাজনার বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ।

এম এ আলিম রিপনঃ নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত। সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে উপজেলার গাজনার বিলে নিষিদ্ধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে গাজনার বিল থেকে নিষিদ্ধ ২০টি চায়না দুয়ারী জাল(৪২৭ মিটার) জব্দ করে পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী স্যারের কঠোর নির্দেশনায় ও থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি আরো বলেন, শুধু মৎস্য সপ্তাহ উপলক্ষেই নয় আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *