January 3, 2025, 7:32 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩নং হা-মীম গেট রোডসহ বিভিন্ন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন যুবলীগ নেতা ইয়ারপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন)।
বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২ইং) সকাল ৯টায় প্রথমে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩নং হা-মীম গেট মসজিদের ৩০০ ফিট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন) মেম্বার। আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার, স্থানীয় মান্নান ভুঁইয়াসহ এলাকাবাসী ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
এরপর ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল কাঁঠালতলা বাজারের রাস্তার নির্মাণ কাজের পরিদর্শন করেন! নতুন মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন) বলেন, আমি যুবলীগের রাজনীতি করছি, বর্তমানে ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে খুবই ভালো লাগছে। আমি নতুন মেম্বার তাই সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, আমি যেন সঠিকভাবে মানুষের সেবা করতে পারি। তিনি আরও বলেন, আমাদের ইয়ারপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া অসুস্থ্য আমরা সবাই তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই।