টঙ্গীবাড়ীতে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সন্পন্ন

মোঃ‌লিটন মাহমুদ টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জঃ

উৎসব মূখর প‌রি‌বে‌শে আজ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউ‌নিয়‌নের স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন আজ ২০ই জুলাই ( বুধবার )অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিদ্যালয়রে মোট ৮৭৯ জন অভিবাবক প্রতিনিধির মধ্যে ৬৮৭ জন উক্ত নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এর মধ্যে

মোঃহা‌কিম দেওয়ান (ব‌্যালট নং ১ ) ৪৯৯ভোট পেয়ে প্রথম , মোঃ মামুন মোল্লা ব‌্যালট নং ( ৩ ) ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় , মোঃমোতা‌লেব হো‌সেন শেখ (ব‌্যালট নং ৫ ) ৩৫২ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ ম‌ুক্তার শেখ ( ব‌্যালট নং ৪ ) ৩১১ ভোট পেয়ে চতূর্থ স্থান লাভ করে।

এই নিবার্চন সন্প‌র্কে বিদ‌্যালয়‌ের আহবায়ক ক‌মি‌টির সভাপ‌তি হাজী মোঃম‌জিবর সিকদার ব‌লেন ,আমরা চে‌য়ে‌ছি স্কু‌লের প‌রিচালনা প‌রিষদ নিবার্চন সুষ্ট ভা‌বে স‌স্পন্ন কর‌তে পে‌রে‌ছি তার জন‌্য আল্লাহ পা‌কের দরবা‌রে শ‌োক‌রিয়া আদায় কর‌ছি ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *