September 17, 2025, 8:29 am
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী একদিনে ৭৫ লাখ মানুষকে কোভিড ভ্যাকসিন-১৯ প্রদান কর্মসূচির অংশ হিসেবে সুজানগর পৌরসভায়ও করোনা টিকার বুস্টার(তৃতীয়) ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) পৌর কার্যালয়ে এ কোভিড-১৯ ভ্যাকসিন বুস্টার(তৃতীয়) ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা । এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌর কাউন্সিল জাকির হোসেন, মুশফিকুর রহমান, আব্দুর রহিম, হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর কর্মকর্তা মাসুদ রানা,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টও আমিরুল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার রেজোয়ানা, দেলোয়ার হোসেন বাবু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।