পানছড়িতে ২ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের বই বিতরণ

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন বরাবর আবেদনকারী দুজন জন গরীব মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণির পাঠ্যবই বই বিতরণ করা হয়েছে।।

শনিবার (১৬ জুলাই) সকাল ১১টার সময় অনির্বাণ শিল্পীগোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে এই বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠন এর উপদেষ্টা বিজয় কুমার দেব।

এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ওবায়দুল হক আবাদ,সভাপতি মতিউর রহমান,,সহ সভাপতি অরুণ কুমার শীল, সাধারণ সম্পাদক মিঠুন সাহা,অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, এইছাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন,সদস্য,মানিক সাঁওতাল, ইমরান খান,হেলাল উদ্দিনসহ সংগঠন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিজয় কুমার দেব মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর এমন সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।এই সময় তিনি আরও বলেন,ঈদুল আজহায় এই সংগঠনের পক্ষ থেকে দরিদ্র পরিবারকে যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে তা খুবই প্রশংসনীয়। আমি সংগঠন এর সাফল্য কামনা করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *