পাইকগাছায় দুর্বৃত্ত কর্তৃক বাপ্পি নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় দুর্বৃত্ত কর্তৃক পল্লব সরকার বাপ্পি নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার সোলাদানা ইউনিয়নে খেয়াঘাট এলাকায় সকাল সাড়ে ৯ টায়। এ ঘটনায় থানায় এজার দাখিল হয়েছে।
অভিযোগে জানাযায়, উপজেলার দেলুটি ইউনিয়নের মাছ ব্যবসায়ী প্রদিপ সরকারের ছেলে পল্লব সরকার বাপ্পি(২৭)। তার পিতা অসুস্থ হওয়ায় বাপ্পি পিতার মাছ বিক্রির জন্য শুক্রবার সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরে মাছ কাটায় আসছিল। দেলুটি খেয়াপার হয়ে সোলাদানা বাজার মসজিদের পাশে আসলে টিপু,হাসান, মেহেদী নামে তিনজন তার গতিরোধ করে কাট ও ইট দিয়ে পিটাতে থাকে। তার ডাক চিৎকারে পার্শবর্তি লোকজন আসার আগেই তারা পল্লবকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন মাথা ও চোখের উপরে কেটে গেছে। তার মাথা চোখের উপর কয়েটি সেলাই দেয়া হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান যারা এ কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *