বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড় আটোয়ারী উপজেলায় বাবার বন্ধুর বাড়িতে মারা গেছে ৮ বছর বয়সী বেড়াতে এসে শিশু সোহানা।
বৃহস্পতিবার ১৪ জুলাই সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সোহানা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ এলাকার ইসলামের মেয়ে সে তার বাবার সঙ্গে বাবার বন্ধু রাজুর বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সোহানা বাক প্রতিবন্ধী গত বুধবার দুপুরে সলতে বের হয় তারপর থেকে সে নিখোঁজ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর খুঁজে পাননি পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে সোহানার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *