January 15, 2025, 7:52 am
কে এম শহীদুল সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আনিসুর রহমান, সহকারি পরিচালক মাহবুবুর রহমান, মেডিসিন বিশেষঞ্চ বিষ্নু প্রসাদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ মাহমুদুর রহমান রকি,ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস, বর্হি-বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু,ডাঃ সনজিত রঞ্জন তালুকদার,নাসিং সুপার ভাইজার নিভা সুতার,রুপালী রায়, অফিসার বুরহান উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, ওয়ার্ড ইনচার্জ খাদিজা বেগম, স্টাফ নার্স মোহসিনা শারমিন, হুমায়রা আক্তার, স্বর্ণা রাণী দেব নাথ, স্টোর কিপার সোলেমান আহমেদ, বাবুর্চি মইনুল হক, আলমগীর, আনোয়ার,রাজিব আহমদ প্রমুখ।