May 13, 2025, 1:51 pm
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সালিশ বৈঠকে মতবিরোধ ও পুর্ব বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় আওয়ামীলীগের দুপক্ষের’ অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (০৫-০৭-২০২২ ইং) তারিখ মধ্যরাতে উপজেলার চরমোন্তাজ বাজার এলাকায় আনুমানিক সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার সরকারী খালের মাছ ধরা ও পূর্ব বিরোধে মারামারির ঘটনা নিয়ে ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মিটার বাজারে এক সালিশ বৈঠক বসা হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত বৈঠকে রায় নিয়ে মতবিরোধে হয়। পরে জনৈক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার ইন্ধনে মারপিটের ঘটনায় সালিশ বৈঠক পন্ড হয়। এরই জেরে প্রতিপক্ষের নেতাকর্মীরা রাতে চরমোন্তাজ বাজারে এসে প্রতিপক্ষের উপর চড়াও হলে সংঘর্ষের তান্ডবে বাজার রনক্ষেত্রে পরিনত হয়।