July 1, 2025, 7:52 am
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন । —
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আয়োজনে গতকাল ২ জুলাই বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নেসকো লিঃ, রংপুর,( বিউবোর প্রতিষ্ঠান)এর কর্মকর্তা কর্মচারীদের মাঝে উচ্চরক্তচাপ ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং চিকিৎসা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যান্প অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ বিতরণ অঞ্চল রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন সাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিপিডি প্রকৌশলী লুৎফর রহমান, তত্বাবধায়ক প্রকৌশল বিদ্যুৎ বিভাগ (পঃ ও সঃ)-সার্কেল-১ প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল,
রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রংপুর প্রকৌশলী শংকর কুমার দেব, সহকারী প্রকৌশলী( আবাসিক) পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র গাইবান্ধা, প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম ,নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, লিঃ, তত্তাবধায়ক প্রকৌশলী, আবুল হাসনাত, বিউবোর বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প রংপুর ক এর ডিপিডি মোঃ লুৎ ফর রহমান
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন পাবলিক রিলেশন অফিসার জাহাঙ্গীর আলম, আবু নাসের সিদ্দিক তুহিন, সাজ্জাদুর রহমান,
রাণী আকতার,সুমাইয়া রহমান ডলি, ময়নুল আহসান লিটন ।
শেষে সকল অংশগ্রহণ কারীর হাই ব্লাড প্রেসার চেক আপ,ডায়াবেটিস টেস্ট পরিক্ষা করা হয়।
বিদ্যুৎ বিভাগের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।শেষে সকল স্টাফদের অংশগ্রহণে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।