Category: খেলাধুলা

  • আষাঢ়ের শুরুতে বৃষ্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা

    আষাঢ়ের শুরুতে বৃষ্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

    আষাঢ়ের শুরুতে বৃষ্টিতে জমে উঠেছে পাইকগাছার গদাইপুর মাঠে ফুটবল খেলা। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। বৃষ্টির পানি জমে থাকা মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। সে মজায় মেতেছে গ্রামের দামাল ছেলেরা। বৃষ্টি নামলেই ফুটবল প্রেমিদের মনে নামে আনন্দের বৃষ্টির খেলা। বর্ষাকাল শুরুতে আষাঢ়ের ভারী বৃষ্টি , কখন হালকা কখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে গদাইপুর মাঠে খেলা হবে। যারা নিয়মিত খেলে না তারাও খেলবে। কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার নেই। সবাই দল বেঁধে হৈ হুল্লোড় করে বৃষ্টিতে মাঠে নামবে, গায়ে কাঁদা মাখবে, পানি ছিটাবে, গড়াগড়ি করবে। ছোটবড় সবাই মিলিয়ে যেনো বাঁধ ভাঙ্গা আনন্দ সবার মনে।

    বৃষ্টি হলেই ফুটবল খেলায় মেতে ওঠে ছোট-বড় সবাই। কাদা-পানিতে জমে ওঠে খেলা। সারাদিনই চলে ফুটবল খেলা। বৃষ্টি ভেজা মাটির গন্ধে তারা খেলেছে ফুটবল। দুই দলে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে গোলবারে ফুটবল নিয়ে যাচ্ছে। একে অপরকে টেনে ধরছে। কেউ বা আবার মাটিতে আঁছড়ে পড়ছে। খেলায় কোন রিফারী নেই। ফুটবল ২২ জনের খেলা হলেও বৃষ্টি ভেজা মাঠে খেলছে প্রায় এক শত জন খেলোয়াড়। খেলায় মেতেছে স্থানীয় ফুটবলপ্রেমী ও সৌখিন খেলোয়াড়রা। এলাকা ছাড়াও বাহির থেকেও গাড়ীতে করে গদাইপুর মাঠে ফুটবল খেলার জন্য ভীড় জমাচ্ছে। মাঠে আসার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। ঐতিহ্যবাহী গদাইপুর মাঠটি মেইন সড়ক সংলগ্ন হওয়ায় সকলের কাছে আলাদা গুরুত্ব রয়েছে।

    খেলোয়াড়দের পাশাপাশি এলাকার ক্রীড়ামদীরা বৃষ্টি ভেজা মাঠে কাদামাটিতে ফুটবল খেলার আনন্দ উপভোগ করছে। দেখে মনে হবে এই আনন্দের শেষ নেই। গ্রামের মাঠে বৃষ্টিতে ফুটবল খেলার অপর নাম কাঁদায় কুস্তি খেলা। ফুটবল ক্রীড়ামোদীরা পানি কাদায় পড়ে খেলোয়াড়দের কাদা মাখামাখি দেখার জন্য মাঠে ভীড় জমাচ্ছে।

  • ময়মনসিংহের চুড়খাই জামতলা এলাকায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    ময়মনসিংহের চুড়খাই জামতলা এলাকায় হাডুডু খেলা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের জামতলা নামক স্থানে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ দুটি দল অংশ গ্রহণ করে।

    শুক্রবার (২৮জুন) বিকেলে চুড়খাই জামতলা যুবসমাজের উদ্যোগে বিলুপ্তপ্রায় জাতীয় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসেন কয়েকশত মানুষ।
    খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার সোহেল। খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ঈশাঁ খাঁন।

    হাডুডু খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল বলেন, যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে যুবসমাজকেই ভূমিকা রাখতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষে মানুষে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা উচিত। যারা আয়োজন করবে তাদেরকে তিনি সার্বিক সহযোগীতারও আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান সোহেল।

    সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দীন আহমেদ নয়ন এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে ইউনিয়ন পরিষদ মেম্বার ঈশাঁ খাঁন বলেন, হাডুডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন হয় না আর। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হাডুডুসহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

    খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এফসিএ ঢাকা হায়দার আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রেহেনা খাতুন,আগামী ইউপি নির্বাচনে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহফুজুর রহমান জুম্মন, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোখলেছুর রহমান, আনসার বিডিবি ক্লাব চুড়খাই শাখার সভাপতি আইয়ুব আলী ছুতন,মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরে আলম,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,
    কর্মচারী শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুস্তম আলী, সৌদী প্রবাসী বাবুল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,গোলাম মোস্তফা,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, আকবর আলী ড্রাইভার, বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া,মতিন মিয়া,শামসুল হকসহ
    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে খেলা শেষে প্রধান অতিথি ও উদ্বোধকসহ সকল অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন।

  • ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

    ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

    “মিথিলার ঝুলিতে ৪ টা গোল্ড মেডেল, ৩টি সিলভার, ২টি ব্রঞ্জসহ মোট ৯ টি পদক”

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    সাম্প্রতি অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস-২৩ এ দেশের স্বর্ণ পদক লুফে নিয়েছে দেশের তরুন নারী কারাতেদের আইকন ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ। সব প্রতিযোগীকে পিছনে ফেলে স্বমহিমায় সভাবশুলভ ভাবেই স্বর্ণ পদক জয় করেছেন বেঙ্গল টাইগ্রেস মিথিলা।

    অনুসন্ধানে জানাযায়, ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মোঃ মিলন হোসেন ও শাপলা আক্তারের জেষ্ঠ কন্যা মিথিলা আহমেদ মৌ। ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল’র অর্জসন আছে তার ঝুলিতে।

    তার সফলতার গল্প দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জ্যোতি ছরাচ্ছে। জিম্বাবুয়ের কারাতে ফেডারেশন চিপ উইলফার্ড মাসায়া’র সাথে ২৯ ডিসেম্বর-২৩ ছবি সহ প্রকাশ করেছে জিম্বাবুয়ের স্বনামধন্য পত্রিকা The Herald Sport ও জনপ্রিয় নিউজ চ্যানেল zbc news এ।

    একান্ত স্বাক্ষাতকালে মিথিলা আহমেদ মৌ বলেন, কিশোর কিশোরদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে “কারাতে” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষন গ্রহন করলে নিজের আত্মরক্ষা নিজেথেকে সহজেই করা যায়। শক্রর মোকাবেলা করতেও নারীদের কারাতে প্রশিক্ষন জরুরি।

    এক প্রশ্নের জবাবে মিথিলা বলেন, আমি আমার মায়ের কাছ থেকে কারেতে শেখার অনুপ্রেরণা পেয়েছি। আমি ২০২২ সাল থেকে কারাতে প্রশিক্ষনের সাথে জরিত। ২০২৩ সালের নভেম্বর মাসে কারাতে প্রশিক্ষনের ওপর ব্লাকবেল্ট অর্জন করি। এখন আমার মূল লক্ষ্য অলিম্পিক গেমসে্ অংশগ্রহণ করে দেশের জন্য স্বর্ণ জয়। তিনি আরো বলেণ, আমি ইতিমধ্যে এশিয়া মহাদেশর ৭টি দেশে কারাতে প্রতিযোগীতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এছাড়াও আমি কারাতে প্রশিক্ষনের পাশাপাশি সাভার শুটিং ক্লাবে নিয়মিত শুটিং প্রাকটিস করে থাকি।

    এই স্বপ্নবাজ কারাতে ২০০৮ সালের ১৩ আগষ্টোবর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা: মোঃ মিলন হোসেন কুমিল্লার একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। মা একজন গ্রিহিনী। ২ ভাই বোনের মধ্য মিথিলা ছোট। সে এবছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে।

    আর্থিক সহায়তা, উপযুক্ত প্রশিক্ষন ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই তরুনি বিশ্বের বুকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এমনটি ই প্রত্যাশা করেছেন তার স্বজন ও এলাকাবাসী।

  • ফেডারেশন কাপ ফুটবল গোপালগঞ্জে পেনাল্টি শুট-আউটে  শেখ রাসেলকে হারিয়ে সেমিতে ঢাকা আবাহনী

    ফেডারেশন কাপ ফুটবল গোপালগঞ্জে পেনাল্টি শুট-আউটে শেখ রাসেলকে হারিয়ে সেমিতে ঢাকা আবাহনী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট-আউটে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে শক্তিশালি ঢাকা আবাহনী লিমিটেড। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় ছিল শেখ রাসেলের অধিনায়ক শেখ জামাল ভূইয়ার আর্জেন্টাইন ক্লাবে যোগ দেয়া নিয়ে ক্লাবের বাঁধা।

    আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালি ঢাকা আবাহনীর মুখোমুখি হয় শেখ রাসেল। খেলার প্রথমার্ধেই শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে ঢাকা আবাহনী। বেশ কিছু সুযোগ নষ্ট করলেও ১৬ মিনিটে মেহেদী হাসান গোল করে আবাহনীকে এগিয়ে দেন। আর কোন গোল করতে না পারায় ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

    খেলার দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে এলেটা কিংসলে ওশিওখা গোল করে আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। এরপর গোল পরিশোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ রাসেল। ৬৪ মিনিটে শেখ রাসেলের দিপক রায় গোল করে ব্যবধান ২-১ করেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে কেফি জিন চার্লস দিদিয়ের ব্রসো গোল করে শেখ রাসেলকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে মো: খালেকুজ্জামান গোল করে শেখ রাসেলকে ৩-২ গোলে এগিয়ে দেন। কিন্তু এর ৪ মিনিটের মাথায় ৮৮ মিনিটে পিটার নওরাহ গোল করে আবাহনীকে সমতায় ফেরানোর পাশাপাশি পরাজয়ের হাত থেকে রক্ষা করে। পরে পেনাল্টি শুট-আউটে দুই দলই ৫টি শটে ১ টি করে শট মিস করলে ৪-৪ এ সমতা থাকে। পরে ১টি করে শটে শেখ রাসেল মিস করলেও আবাহনী গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে।

    খেলা শেষে শেখ রাসেলের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ২ গোলে পিছিয়ে থাকায় গেম প্লান চেঞ্জ করে সমতায় ফেরার পর এহিয়ে গেলেও ভূলের কারনে সেটি আর ধরে রাথা সম্ভব হয়নি। অর্জেন্টাইন ক্লাবে খেলার প্রস্তাব পেলেও ক্লাব তাকে না ছাড়ার কারনে সেখানে যেতে পারছেন না। তবে ক্লাবের সাথে আলোচনা করে বিষযটি ঠিক করবেন তিনি

    আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ বলেন, দুই গোলে এগিয়ে থেকেও ভূলের কারনে পিছিয়ে পড়তে হয়। তবে শেষ মূহূর্তে গোলে ম্যাচ বাঁচানোর পাশাপশি পেনাল্টিতে জিতে সেমিফাইনালে যেতে পেরে খুশি তিনি। #

  • স্কালোনিই জিতলেন দ্য বেস্ট ফিফা মেন’স কোচ পুরস্কার

    স্কালোনিই জিতলেন দ্য বেস্ট ফিফা মেন’স কোচ পুরস্কার

    কাতারে বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচেছে যার হাত ধরে। গত বছরের ডিসেম্বরে কাতারের মাটিতে ফুটবলের মহাযজ্ঞের সবশেষ আসরে তিনি আলবিসেলেস্তেদের এনে দিয়েছেন শিরোপা। সেই লিওনেল স্কালোনিই জিতলেন দ্য বেস্ট ফিফা মেন’স কোচ পুরস্কার।

    সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্কালোনি। তার সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

  • দ্য বেস্ট ফিফা মেন’স গোলকিপার নির্বাচিত হলেন এমিলিয়ানো

    দ্য বেস্ট ফিফা মেন’স গোলকিপার নির্বাচিত হলেন এমিলিয়ানো

    বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখানো এমিলিয়ানো মার্তিনেজের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। দ্য বেস্ট ফিফা মেন’স গোলকিপার নির্বাচিত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই তারকা।

    সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এই ফুটবলার পরাস্ত করেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ও সেভিয়ার মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনুকে।

    বিশ্বকাপে কাতারের মাটিতে সবশেষ বিশ্বকাপে অনবদ্য নৈপুণ্য উপহার দেন ৩০ বছর বয়সী এমিলিয়ানো। দীর্ঘ তিন দশকের অপেক্ষার ইতি টেনে ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জেতা আর্জেন্টিনার জয়যাত্রার তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেটার স্বীকৃতি হিসেবে তার হাতেই ওঠে বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভ।

  • পাইকগাছায় ৪ দলীয় পৌরকাপ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    পাইকগাছায় ৪ দলীয় পৌরকাপ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ দলীয় পৌরকাপ
    ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে
    দিবারাত্রী এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সরল চলন্তিকা যুব সংঘকে ৩-১ ব্যবধানে পরাজিত করে কয়রার আটরা যুব সংঘ ভলিবল টিম চ্যাম্পিয়ন হয়। খেলায় আটরা যুব সংঘের সিজান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর রবি শংকর মন্ডলের সভাপতিত্বে পুরস্কার
    বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান
    রনজু। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, এসাআই মোস্তাফিজুর রহমান, সুকান্ত, সাবেক কাউন্সিলর এসএমএসএম শেখ আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ,
    আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ, রাফেজা খানম ও সুরঞ্জন চক্রবর্তী। উল্লেখ্য, ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা
    প্রতিষ্ঠিত হয়।

  • দারুল ইরফান একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

    দারুল ইরফান একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমীর ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ২৬ জানুয়ারী ২০২৩ইং দুপুর ১২টায় চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক মাঠে অনুষ্ঠিত হয়।
    দারুল ইরফান একাডেমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪নং চান্দগাও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দগাও বি ব্লক কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাঈল, এ ব্লক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মনছুর, ইসলামি বিশ্ববিদ্যালেয়র প্রফেসর ড. আতহার উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ রফিক। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিসেস হাসিনা ইয়াসমিন, মাষ্টার নুরুচ্ছালাম, প্রকৌশলী জয়নুল আবেদীন। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুহাম্মদ ইউসুফ।
    প্রধান অতিথি শিক্ষার পাশাপশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধনের জন্য সাংস্কৃতি অবশ্যই দরকার তবে সেই সংস্কৃতি হতে হবে নৈতিকতা সম্পন্ন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে অনৈতিক ও মাদকের হাত থেকে বাচাতে হবে। দারুল ইরফান একাডেমী যুগউপযোগী সাংস্কৃতি চর্চা এবং ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে দেশ প্রেমিক নাগরিক তৈরীতে যে ভুমিকা রেখে যাচ্ছে তা স্মরণীয় হয়ে থাকবে।
    অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, অসুস্থ ও দিক ভ্রান্ত সাংস্কৃতিক ধারা নয়। সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক ধারা সৃষ্টি করার মাধ্যমে যুব ও তরুন প্রজন্মকে অনৈতিক ও সমাজ গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। ক্রীড়াঙ্গনকে সরব রাখার মাধ্যমে মেধা ও মননের বিকাশে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার দিকে ধাবিত করতে হবে।

  • বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল : গোপালগঞ্জে শেখ জামালকে হারলো ঢাকা আবাহনী

    বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল : গোপালগঞ্জে শেখ জামালকে হারলো ঢাকা আবাহনী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

    আজ শনিবার বেলা সোয়া ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলা প্রধমার্ধে আবাহনী আমণাত্মক খেলা শুরু করলেও রক্ষনাত্মক খেলা শুরু করে শেখ জামাল। আক্রমণে আক্রমণে শেখ জামালের রক্ষভাগকে অতিব্যস্ত করে রাখে আবাহনী।

    প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াই মোহাম্মদের ক্রসে পিটার নোয়োরা হেডে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ৩৪ মিনিটে পিটার নোয়োরা সহায়তায় ড্যানিয়েল কলিনড্রেস গোল করে আবাহনীকে ২ গোলের লিড এনে দেয়। তবে আর কোন গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।

    খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে শেখ জামাল। কয়েকটি আক্রমন করলেও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। তবে ৭০ মিনিটে শেখ জামালের কর্নেলিউস স্টুয়ার্ট পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে গোল মিসের মহরায় আর কোন গোল করতে না পারায় ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

    ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী আর ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র আর ১ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল। #

  • শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    কে এম সাইফুর রহমান, ক্রীড়া প্রতিবেদকঃ

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বনানীর শহীদ যায়ান চৌধুরী স্মৃতি মাঠে (বনানীর সাবেক খেলার মাঠ) এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

    মশিউল হক চৌধুরী প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের নেতা এস.এম.রবিউল ইসলাম সোহেল।

    সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ, বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি বাছাড়।

    শহীদ যায়ান চৌধুরী স্মৃতি টি -১০ ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেড, বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও প্রবাসী পল্লী গ্রুপ।

    এসময় সাবেক ছাত্রনেতা ফারহান আলম, গাজী তুষার আহমেদ বাঘা ও শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।