Blog

  • আগামীকাল ৫৬ তম বিশ্ব মান দিবস

    আগামীকাল ৫৬ তম বিশ্ব মান দিবস

    প্রেস বিজ্ঞপ্তি

    আগামীকাল ১৪ অক্টোবর ২০২৫, ৫৬ তম বিশ‘্ব মান দিবস। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭ টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ঝযধৎবফ ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ডড়ৎষফ – ঝঃধহফধৎফং ভড়ৎ ঝউএং’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’। দিবসটি উপলক্ষে মহামান্য উপদেষ্টা ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।

    বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে জনসচেতনতায় প্রস্তুতকৃত ফেস্টুন টাঙ্গানো হয়েছে। বাংলাদেশ বেতার, রংপুর বিশ্ব মান দিবস’২০২৫ এর তাৎপর্য তুলে ধরে বিশেষ কথিকা প্রচার করবে।

    রংপুরে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ, সকাল ১০:৩০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মোঃ মজিদ আলী বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ এমদাদুল হোসেন, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনার মোহাম্মদ রবিউল ফয়সাল। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান প্রকৌঃ মুবিন-উল-ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

  • মহেশপুরে পুরন্দরপুর মাঠে পুর্ব শ-ত্রুতার জে-র ধরে এক কৃষকের প্রায় অর্ধশত কলা গাছ কে-টে সাবাড়

    মহেশপুরে পুরন্দরপুর মাঠে পুর্ব শ-ত্রুতার জে-র ধরে এক কৃষকের প্রায় অর্ধশত কলা গাছ কে-টে সাবাড়

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ১৩ ই অক্টোবর সকালে প্রকাশ্যে দিবালোকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির পুরন্দরপুর কানাইডাঙ্গা মাঠে অবস্থিত পুরন্দরপুর গ্রামের দত্তরবেড় পাড়ার মৃত, আহাম্মেদ মুন্সির ছেলে সুলতান মুন্সি নামে এক কৃষকের কাঁন্দি মুখো প্রায় অর্ধশত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে ইউপির রাখালভোগা গ্রামের মৃতঃ- পাচু খাঁর ছেলে ইউছুপ ও সোহরাব হোসেন নামের আপন সহোদর দুই ভাই। তবে কি কারণে এই কলা গাছ গুলো কাটা হয়েছে তার বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি।

    এঘটনায় কৃষক সুলতান মৃন্সি বাদী হয়ে পাঁচু খাঁর দুই ছেলের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    এবিষয়ে কৃষক সুলতান মুন্সি জানান ২০১২ – ২০১৩ ও ১৪ ইং সালে ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মৃত, পাঁচু খাঁর ৫ ছেলের নিকট থেকে পুরন্দরপুর ১নং মৌজার কানাইডাঙ্গা মাঠে ৩৬, ৩৭, ৩৪, ৩০, ৩১ ও ৩৩ দাগে সর্ব মোট ৮৮ শতক জমি ক্রয় করে দীর্ঘ ১২/১৩ বছর যাবত কোন ঝংঝাট ঝামেলা ছাড়াই ভোগ দখলে নিয়ে চাষআবাদ করে আসছি। কিন্তু প্রতিপক্ষরা আমাকে কোন কিছু না জানিয়ে হঠাৎ পাঁচু খাঁর দুই ছেলে ইউছুপ খাঁ ও সোহরাব খাঁ আমার লাগানো ফল মুখি ৩০/৪০ টি কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। যার আনুমানিক মুল্য ২৫/৩০ হাজার টাকা হবে।

    এসময় পাশে থাকা কর্মজীবি মাঠের কৃষি কাজে নিয়োজিত লোকজনের বাঁধার মুখে পড়ে তাহারা পালিয়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে মাঠে গিয়ে দেখি তারা আমার প্রায় অর্ধশত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি। এঘটনায় ইউছুপ খাঁ ও সোহরাব খাঁনকে না পাওয়ায় তাদের কোন বক্তব্যই দেওয়া সম্ভব হয়নি।

  • তানোরে সুধিজনদের সঙ্গে  ইউএনও’র ম-তবিনিময়

    তানোরে সুধিজনদের সঙ্গে ইউএনও’র ম-তবিনিময়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ,শিক্ষক,জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাঈমা খান।জানা গেছে, গত ১৩ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক হলরুমে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
    এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা জমায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন,সম্পাদক ডিএম আক্কাশ,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী,সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, আমরা একটি সুন্দর তানোর উপজেলা চাই। সুশাসন যেখানে থাকবে ন্যায়বিচার থাকবে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে সেরকম একটি তানোর চাইলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সুন্দর তানোরের জন্য কাজ করতে হবে। আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন।
    উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন বলেন, স্বৈরশাসকের পতন হয়েছে। এত অন্যায় অত্যাচার খুন গুম করেছে এত লুটপাট করেছে পাপের ভার আল্লাহ সহ্য করতে পারে নাই। তাই এত ঘৃণ্যভাবে পতন হয়েছে। আমরা যারা তানোরে রাজনীতি করি সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং জনকল্যাণে একনিষ্ঠ হয়ে কাজ করি করবো ইনশাল্লাহ।

  • পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যো-গ প্রশ-মন দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যো-গ প্রশ-মন দিবস পালিত

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।

    বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকৌশলী শাফিন শোয়েব, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক জিএম মিজানুর রহমান,রেডক্রিসেন্ট প্রতিনিধি ইলিয়াস শাহ, জুবায়ের আহমেদ নয়ন, এনজিও প্রতিনিধি নিউটন গোমেজ, ইমরান হোসেন, সিপিপি প্রতিনিধি ইব্রাহিম হোসেন, শিক্ষার্থী জুলকার নাইন ও ওশমী নিঝুম।

    অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও , রেডক্রিসেন্ট, সিপিপি প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • আশুলিয়ার বগাবাড়ির শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বৈষম্য বিরো-ধী মা-মলায় গ্রে-ফতার

    আশুলিয়ার বগাবাড়ির শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বৈষম্য বিরো-ধী মা-মলায় গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকা থেকে শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    সোমবার (১৩ অক্টোবর ২০২৫ইং) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল। তিনি জানান, ফরিদুল ইসলামকে বৈষম্য বিরোধী আইনে দায়ের করা মামলায় গত রাতে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, এই শ্রমিক নেতার বিরুদ্ধে পোশাক কারখানার শ্রমিকদের উসকানিমূলক বক্তব্য প্রদান, বকেয়া বেতন প্রদানের নামে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানায় অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

  • আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্প সেনাবাহিনীর অভি-যানে ইয়া-বাসহ ২ মা-দক ব্যবসায়ী আটক

    আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্প সেনাবাহিনীর অভি-যানে ইয়া-বাসহ ২ মা-দক ব্যবসায়ী আটক

    হেলাল শেখঃ গত (১২ অক্টোবর ২০২৫)ইং তারিখ রাত প্রায় ২৩.২০ ঘটিকায় আশুলিয়ার দিয়াখালী ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় জামগড়া আর্মি ক্যাম্প এবং যৌথবাহিনী কর্তৃক ইয়াবা ব্যবসার সাথে জড়িত ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

    তল্লাশিকালে তাদের নিকট থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, মোট ২৮,৬০০/- টাকা ইয়াবা বিক্রির অর্থসহ মানিব্যাগ, ৩টি মোবাইল ফোন (অপরাধমূলক তথ্যসহ) এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    আটককৃত ব্যক্তিরা হলেনঃ
    ১. জাকির হোসেন (৩০) — পিতা: হাবিবুর রহমান, ঠিকানা: মেহেন্দীগঞ্জ, বরিশাল।
    ২. মোঃ আল আমিন (২৫) — পিতা: রুস্তম আলী, ঠিকানা: দৌলতপুর, খুলনা।

    উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যৌথ বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

  • নলছিটিতে আন্তর্জাতিক দু-র্যোগ প্রশমন দিবস পালিত

    নলছিটিতে আন্তর্জাতিক দু-র্যোগ প্রশমন দিবস পালিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”

    সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট অগ্নিনির্বাপন মহড়ার মধ্য দিয়ে শেষ হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লাভলী ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্টের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।

    পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন। সাধারন মানুষকে অগ্নিনির্বাপণের পদ্ধতি শিখিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।

  • চারঘাটে আন্তর্জাতিক দু-র্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

    চারঘাটে আন্তর্জাতিক দু-র্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীদের অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

    এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন চারঘাটের ফায়ার সার্ভিসের কর্মীরা। মহড়া শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা একাডেমি সুপার ভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট ফায়ার স্টেশনের ইনর্চাজ খায়রুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সনত কুমার দেবনাথ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • ময়মনসিংহে সমাজসেবার বাস্তবায়নে পাঁচ  ভিক্ষু-কের পুনর্বাসনে অটোরিকশা ও দোকান বিতরণ

    ময়মনসিংহে সমাজসেবার বাস্তবায়নে পাঁচ ভিক্ষু-কের পুনর্বাসনে অটোরিকশা ও দোকান বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের সদর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় পাঁচ ভিক্ষকুকে দোকান ও অটোরিকশা প্রদান করা হয়েছে।

    সোমবার (১৩অক্টোবর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এই কার্যক্রমের আওতায় উপজেলার ৫জন ভিক্ষুকের হাতে পুনর্বাসনের এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

    উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সুত্র জানিয়েছে – উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের আব্দুর রশিদের পুত্র আলম মিয়া, শশি কান্তর পুত্র শ্যামল চন্দ্র ঘোষ পরানগঞ্জের ছাতিয়ানতলা গ্রামের জমিলা খাতুনকে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের সামেদ আলীর পুত্র আব্দুল খালেককে ৭০হাজার টাকা ব্যায়ে নতুন দোকান সহ ৫৮ আইটেম ও আলাল উদ্দিনের মেয়ে শাপলা আক্তারকে দোকান মেরামতসহ ৪৫ হাজার টাকার ৫৭ আইটেমের মনোহারী দোকানের মালামাল পন্যসহ মোট ৫ জনকে ৩ লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে
    ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে এসব উপকরণ তুলে দেওয়া হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ভিক্ষাবৃত্তি আসলে কোনো সম্মানজনক নয়, সমাজে একে কেউ ভালো চোখে দেখে না। রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও এটি ইতিবাচক বার্তা বহন করে না। তবে জীবনের টানাপড়েন ও নানা কারণে অনেকে বাধ্য হয়ে এই পেশায় জড়িয়ে পড়ে। সচেতন উদ্যোগ ও সঠিক পদক্ষেপ নিলে তাদের সহজেই ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে সম্মানজনক কর্মসংস্থানে যুক্ত করা সম্ভব। এই পুনর্বাসন কার্যক্রম ভিক্ষুকদের আত্মনিভর্রশীল জীবনের নতুন দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    দোকান পেয়ে মো. আব্দুল খালেক বলেন, বৃদ্ধ বয়সে এখন আর কাজ করতে পারি না। গত ৫-৬ বছর ধরে ভিক্ষা করতাম। এখন স্যারেরা একটা দোকান দিয়েছে। এখন আর ভিক্ষা করার কোনো ইচ্ছে নেই।’

    ঘাগড়া ইউনিয়নের আলাল উদ্দিনের মেয়ে শাপলা আক্তার- সে একজন প্রতিবন্ধী।শাপলার কাজ করার মতো শক্তি নেই। একবার বসলে উঠে দাড়াতেও পারে না,চলাফেরা করার মতো সামর্থ্য নেই শাপলার, যেকারণে তেমন ভিক্ষাও করতে পারেন না। দোকানটা তার জীবিকার উৎস হবে বলেন শাপলার মা নুর জাহান খাতুন।

    উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন জানান-সরকারের একটি লক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে তাদের এই অটোরিকশা ও দোকানঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ভিক্ষুককে এ কর্মসূচির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

    এ সময় অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন,উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    একই দিনে জেলা প্রশাসক মফিদুল আলম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

  • আন্তর্জাতিক দূ-র্যোগ প্রশমন দিবস পালিত 

    আন্তর্জাতিক দূ-র্যোগ প্রশমন দিবস পালিত 

    আরিফ রববানী ময়মনসিংহ।। 

    ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করেছে জেলা প্রশাসন ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

    সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দূর্যোগ”  এই শ্লোগান ধারণ করে ময়মনসিংহ জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে সোমবার (১৩অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে আলোচনা ,ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।

    এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুর্যোগে মোকাবিলা ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

     এসময় তিনি-দুর্যোগের ঝুঁকি কমাতে বিভিন্ন দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করা, যেমন বেড়ি বাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বনায়ন গড়া সহ  দুর্যোগের আগে প্রস্তুতি নিতে জরুরি পরিকল্পনা তৈরি করা এবং সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান। 

    ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে 

     জেলা প্রশাসক আরও  জানান-ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। গত দুই দশকে দেশে ১৮৫টির বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী। তিনি আরো বলেন- ‘আগাম পূর্বাভাস ও প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। তবে দুর্যোগের ধরন ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবী

    আসুন আমরা এ বিষয়ে সবাই সতেচন হই।

     অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হারায়রা,জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ফায়ার ব্রিগেড ময়মনসিংহ বিভাগীয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুসুদ্দি,ফায়ার ব্রিগেড ময়মনসিংহ সদরের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ডিআইও -১ জসিম উদ্দিন,প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া,জেলা ত্রাণ ও পূর্নবাসন কার্যালয়ের প্রধান সহকারী আলমগীর হোসেন ও বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,অভিভাবক  এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

    উল্ল্যেখ-১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।