Blog

  • মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

    মুন্সীগঞ্জে লৌহজংয়ে সালাম আজাদের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মালির অংক বাজার এলাকায় যুগ্ম মহাসচিব নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন৷ সেই সাথে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

    এ সময় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।

  • মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সা-বেক সভাপতির বিদায় ও নবাগত সভাপতির দ্বা-য়িত্বভার গ্রহন

    মহেশপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সা-বেক সভাপতির বিদায় ও নবাগত সভাপতির দ্বা-য়িত্বভার গ্রহন

    শহিদুল ইসলাম
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    আনুষ্ঠানিকতা ও পরিচয় পর্বের মধ্যদিয়ে কলেজ পরিচালনা পর্ষদের নবাগত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করেন নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ- মোমিনুর রহমান মোমিন।

    ১৪ই অক্টোবর সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি’র বিগত কমিটি থেকে বিদায় ও নবাগত পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান মোমিনের দ্বায়িত্ব্যভার গ্রহনে উক্ত কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ অনেকে।
    এসময় নবাগত পরিচালনা পর্ষদের সকল পদস্থ ও সদস্যগন, কলেজ শিক্ষক / শিক্ষিকা / কর্মচারী ও গন্যমান্য ব্যক্তি সহ বেশ কয়েকজন গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

    উক্ত কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ-মোমিনুর রহমান মোমিন বলেন কলেজ উন্ননয়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম করণের কলেজটি উন্ননয়ের জন্য আপনারা আমার পাশে থাকলে আমি যথাযথ মর্যাদায় ম্যানেজিং কমিটির সার্বিক দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে যাবো ইনশাআল্লাহ।

  • সাভারে র‍্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডা-কাতির ঘটনায় ডিবি পুলিশের অভি-যানে ৯ জনকে গ্রে-ফতার

    সাভারে র‍্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডা-কাতির ঘটনায় ডিবি পুলিশের অভি-যানে ৯ জনকে গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলার সাভারে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় শহিদুল ইসলাম ও সুমনসহ ৯ জন ভুয়া র‍্যাবকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট করে নেয়া টাকার মধ্যে ৫ লাখ টাকাসহ খেলনা পিস্তল, র‍্যাবের কটি, ওয়াকিটকিসহ একটি গাড়ি জব্দ করা হয়।

    মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫ইং) সকালে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

    সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে ২৫ লাখ টাকা লুট করে নেয় গ্রেফতারকৃতরা। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ একটি দল। পরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আ. মুত্তালিব ও সহকারী উপপরিদর্শক মেহেদী মাসুদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রথমে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করা হয় আরও ২জনকে।

    গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট করা ২৫ লাখ টাকার মধ্য থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি, র‍্যাবের কটি।

    ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে আজ দুপুরে। ডিবি পুলিশ জানায়, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

  • গোপালগঞ্জে লিগ্যাল এইড অফিসের সক্রিয় কার্যক্রমে   বিনামূল্যে কাঙ্খিত সেবা ও সুফল পা-চ্ছেন

    গোপালগঞ্জে লিগ্যাল এইড অফিসের সক্রিয় কার্যক্রমে বিনামূল্যে কাঙ্খিত সেবা ও সুফল পা-চ্ছেন

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদেরকে বিনা মূল্যে সেবা দিয়ে যাচ্ছে।

    তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস-এর উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টা থেকে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরে মেডিয়েশন বিষয়ক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রচারণামূলক সভাটি গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস- এর তত্তাবধায়নে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম। মেডিয়েশন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত প্রচারণামূলক সভার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে ও স্বল্প সময়ে তিন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। যথা-গরীব, অসহায় ও আর্থিক ভাবে অস্বচ্ছল মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জের মানুষও লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনা মূল্যে আইনগত সহায়তা গ্রহণ করে তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারছে। যে কোন ব্যক্তি জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে কোন আইনি পরামর্শ গ্রহণ করতে পারছে। লিগ্যাল এইড অফিস প্রদত্ত ৩য় সেবাটি নিয়ে বর্তমান সময়ে বেশ আলোচনা হচ্ছে। সেটি হলো মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)। আদালতের মামলা জট কমানোর অন্যতম উপায় হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশনের ফলে একজন মানুষ খুব অল্প সময়ে তার বিরোধের কাঙ্খিত সমাধান পেতে পারে। মেডিয়েশনের ফলে উভয় পক্ষই শান্তিপূর্ণ পরিবেশে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরতে পারে এবং আলোচনা প্রেক্ষিতে তাদের সমস্যা সমাধান করতে পারে। মেডিয়েশনের বিভিন্ন উপকারী দিক তুলে ধরে জেলা লিগ্যাল এইড অফিসার প্রশিক্ষণার্থীদের মেডিয়েশন বিষয়ে উদ্বুদ্ধ করেন এবং বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানান। গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার বলেন,
    গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডে-এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক স্যারের দিক নির্দেশনায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মেডিয়েশনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা নগদ আদায় পূর্বক পক্ষদেরকে হস্তান্তর করা হয়েছে। যার ফলে পক্ষরা স্বল্প সময়ে তাদের প্রতিকার নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছেন। প্রশিক্ষণার্থীরা লিগ্যাল এইড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জানতে চাইলে জেলা লিগ্যাল এইড অফিসার তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

    এ সময় গোপালগঞ্জ জেলা মহিলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী
    কে এম সাইফুর রহমান, কাজী ফারদীন রহমান, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুক্তা চৌধুরী ও জারীকারক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা মহিলা বিষয়ক অফিসের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরে প্রচারণামূলক সভায় অংশ নেওয়া প্রত্যেককে জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে প্যাকেট খাবার প্রদান করা হয়।

  • গোপালগঞ্জে পা-লিত হয়েছে ৫৬ তম বিশ্ব মান দিবস

    গোপালগঞ্জে পা-লিত হয়েছে ৫৬ তম বিশ্ব মান দিবস

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ ।

    আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মো: মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারীর মালিক হিজবুল গাজী, শরীয়তপুর বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আলী আশরাফ প্রমুখ।

    জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআই-এর পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহ জালাল।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মান দিবসে শেয়ার্ড ভিশনের কথা বলা হচ্ছে। আপনারা পণ্যের গুনগত মান এবং ওজন সঠিক রাখুন।

  • নলছিটির দুই গুরুত্বপূর্ণ সড়কের বে-হাল দশা: পৌর ভবনের সামনেই কর্দমাক্ত রাস্তা, চা-পা ক্ষো-ভ পৌরবাসীর

    নলছিটির দুই গুরুত্বপূর্ণ সড়কের বে-হাল দশা: পৌর ভবনের সামনেই কর্দমাক্ত রাস্তা, চা-পা ক্ষো-ভ পৌরবাসীর

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি পৌরসভার প্রাণকেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ সড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা ভবনের সামনের রাস্তা এবং স্টেশন রোড দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে মাটির রাস্তার মতো কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

    অভিযোগ উঠেছে, পৌরসভার প্রধান কার্যালয়ের সামনেই এমন বেহাল অবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো উদ্যোগ নেই। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, পৌর প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ধরে কীভাবে এই গুরুত্বপূর্ণ সড়কগুলো এভাবে অযত্নে পড়ে থাকতে পারে! এমনকি পৌর কর্তৃপক্ষের কর্মকর্তাদের অফিসে আসা যাওয়া এবং দৈনন্দিন কাজের জন্য এই রাস্তা ব্যবহার করতে হয়। 

    দৈনন্দিন চলাচলের জন্য এ দুটি সড়কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও যানবাহন এ পথ ব্যবহার করে। বর্ষাকালে সড়কে জমে থাকা পানি ও কাদা পথচারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

    স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, রাস্তাগুলো নতুনভাবে না করলেও সামান্য সংস্কার করলেই চলাচলের উপযোগী করা সম্ভব। কিন্তু তাতেও পৌর প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

    এ নিয়ে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও হতাশা। তারা দ্রুত রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন।

    স্থানীয় পৌরবাসীর প্রশ্ন – বরাদ্দের অপেক্ষায় আরও কত বছর এমন দুর্ভোগ সহ্য করতে হবে?

  • শিক্ষকদের ওপর পুলিশি হা-মলা ও নি-র্যাতনের প্র-তিবাদে চারঘাটে মানববন্ধন

    শিক্ষকদের ওপর পুলিশি হা-মলা ও নি-র্যাতনের প্র-তিবাদে চারঘাটে মানববন্ধন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীর চারঘাট উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মান্নাফ, মহিলা কলেজের অধ্যাপক মনিমুল হক, অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রাওথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু রায়হান প্রমুখ।

    বক্তারা পুলিশ প্রশাসনকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আর যদি কখনও কোন শিক্ষকের গায়ে লাঠির আঘাত করেন আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ রাস্তায় দাড়িয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে উচিত জবাব দেয়া হবে। মনে রাখবেন আপনারাও শিক্ষকের কাছে লেখাপড়া করেই আজ পুলিশে চাকুরী করছেন। আমরা মনে করি শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমাজ শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাব।
    ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সারা দেশে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, চারঘাটেও শিক্ষক সমাজও তারই অংশ হিসেবে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।

    আন্দোলনকারী শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান, প্রতি শিক্ষককে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো ও সুবিধার পুনর্বিন্যাস।

    উপজেলার সরকারি, বেসরকারি স্কুল ও মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারীরা সমাবেশে অংশ গ্রহন করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • চারঘাট উপজেলা আইনগত সহায়তা কমিটির ম-তবিনিময় সভা

    চারঘাট উপজেলা আইনগত সহায়তা কমিটির ম-তবিনিময় সভা

    চারঘাট (রাজশাহী প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে “Voices for Change Project” এর সহযোগিতায় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এর আয়োজনে ও সমতা নারী কল্যাণ সংস্থা, রাজশাহী বাস্তবায়ন সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    Voices for Change এর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রকল্প কর্মকর্তা শিরিন আক্তারসহ সুশিল সমাজের প্রতিনিধিত্ব ও নারীনেত্রী গন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।

  • ধর্মীয় ও নৈতিক মূ-ল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত কর-তে হবে- পলাশ ধর

    ধর্মীয় ও নৈতিক মূ-ল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত কর-তে হবে- পলাশ ধর

    পটিয়া প্রতিনিধি।।পটিয়া উপজেলার কোলাগাও ইউনিয়নে শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ মন্দির গীতা শিক্ষালয় এর উদ্যােগে সাপ্তাহিক গীতাশিক্ষা কার্যক্রম উপলক্ষে
    বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব শ্রীযুক্ত পলাশ ধরকে সম্মাননা স্মারক প্রধান করা হয়েছে। গতকাল বিকালে মনসা চৌমুহনীস্হ ব্যবসায়ী প্রতিষ্টান স্বর্নালী জুয়েলার্সে সম্মাননা স্মারক প্রধান করেন শ্রীমন্দির কমিটির প্রধান উপদেষ্টা শ্রী স্বপন বসাক, সভাপতি শ্রী তপন বসাক, শ্রী সুমন ধর, শ্রী শাপলা বসাক, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস, শ্রী সঞ্জয় বসাক সহ অন্যারা।
    এসময় তরুণ সমাজসেবক শ্রী পলাশ ধর বলেন, এই কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার উপর জোর দেন। গীতার শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সততা এবং আদর্শ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
    গীতা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

    সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম ও নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুন সমাজসেবক পলাশ ধর আরো বলেন, এই কার্যক্রমের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সম্প্রীতি স্থাপনের মতো বিষয়গুলো বাস্তবায়িত হবে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে এই কার্যক্রমটি অত্যন্ত জরুরি।

  • ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মান-ববন্ধন

    ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতে ইসলামীর মান-ববন্ধন

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

    মানববন্ধনে মহানগর ও জেলার বিভিন্ন থানা শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ৫ আগস্টের পর আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু জনগণের অধিকার আদায়ে আমরা বারবার রাজপথে আসছি। জুলাই আন্দোলনে যে কারণে ছাত্রজনতা জীবন দিয়েছে, সেই দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি—এ কারণেই আমাদের এই আন্দোলন।

    তিনি আরও বলেন, জাতীয় সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হতে পারেননি। আগামী ১৭ তারিখ জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনা দেওয়া হবে। এটি যেন কোনো দলের একক মতামতের ভিত্তিতে না হয়।

    জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব এলে আমরা তা প্রত্যাখ্যান করব। আমরা সংলাপে বিশ্বাস করি এবং অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে আমাদের নেতারা স্বাক্ষর করবেন না।

    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম।

    এছাড়া কর্মপরিষদ সদস্য গোলাম মহসীন খান, ডা. আব্দুল আজিজ, হায়দার করিম, খন্দকার আবু হানিফ, আব্দুল বারী ও ওয়ালীউল্লাহ মোজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

    মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানান, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জামায়াতের এই আন্দোলন চলমান থাকবে।